রাজশাহী জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ লক্ষ টাকা বিতরণ

রাজশাহী জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত চেক হস্তান্তর করেন অত্র জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব আফিয়া খাতুন।
হস্তান্তর অনুষ্ঠানে বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব আবদুর রশিদ বলেন, রাজশাহী জেলায় ৯টি পরিবারের অনুকূলে ৪১ লক্ষ টাকা অনুদান ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত হয় এবং সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিকট জেলা প্রশাসক কর্তৃক বিতরণের নির্দেশনা রয়েছে।
রাজশাহী জেলার সকল কর্মকর্তা ও অফিস প্রধানের উদ্দেশ্যে বলেন, সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার ৩০ দিনের মধ্যে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বরাবর সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার ও তার নিকট আত্মীয় আবেদন করতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারেই অনুদান প্রাপ্য হবেন।
এতে অন্য কেউ চেক বা আর্থিক অনুদান পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সহ জেলার সরকারি কর্মকর্তা বৃন্দ।